যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন পশ্চিম লামাপাড়া এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকালে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আটক হন—মোছা. জয়নব (৪৮) এবং আলিয়া (৩২)। দুজনেই ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।