যুগের নারায়ণগঞ্জ:
বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “স্বৈরাচারের পতনের এক বছর হয়ে গেলেও এখনও নির্বাচন হয়নি। আমরা গত ১৫ বছর একটি ভোটের জন্য আন্দোলন করেছি, সেই যুদ্ধে জয়ী হয়েছি। এখন আমাদের লক্ষ্য হবে ভোটের যুদ্ধে জয়লাভ করা।”
বুধবার (২ জুলাই) বিকেলে ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনের মাঠে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এখানে কেউ রাজা আর কেউ প্রজা হবে না। কেউ হুংকার দিবে, গডফাদার হয়ে যাবে—এমন বিএনপি হতে পারে না। বিএনপি হলো কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের দল। বিএনপিতে কোন গডফাদার, ভূমিদস্যু, চাঁদাবাজের ঠাঁই হবে না। নতুনদের নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো।”
তিনি আরও বলেন, “যারা হামলা করেছে, জমি দখল করেছে, মামলা দিয়ে পুলিশ নিয়ে আমাদের ধরিয়ে দিয়েছে—তাদের দলে ঠাঁই হবে না। সদস্য ফরম নবায়নের ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলদের মাধ্যমে যাচাই করে দেওয়া হবে।”
প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা বিএনপি। আজ যারা স্বৈরাচারের দোসর হয়ে দেশ অস্থিতিশীল করতে চাইছে, তারা অতীতে শেখ হাসিনাকে আপা বলে মুখে ফেনা তুলেছে। এখন তারা নানা দলের নেতৃত্বে এসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সোশ্যাল মিডিয়ায় বেতন দিয়ে বিএনপির বদনাম করা হচ্ছে।”
তিনি বলেন, “যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে বা দোসর ছিল, তারা যেন কোনোভাবেই বিএনপির সদস্য না হতে পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “ফতুল্লা বিএনপির ঘাঁটি। আওয়ামী দোসরদের ঠেকাতে আমাদের তৎপর থাকতে হবে। আন্দোলনের সময় কারা কক্সবাজারে কিংবা দেশের বাইরে ছিলেন আমরা জানি—তাদের চিহ্নিত করা হয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা বিএনপির যুগ্ম-সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল আমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, তাঁতী দলের সদস্য সচিব ইমন প্রমুখ।