1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মাহমুদাবাদ এলাকার রকিবুজ জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা (৩০), অনিকের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০) এবং কামাল হোসেনের স্ত্রী নীলুফার ইয়াসমিন (৫০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের স্বামীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

টঙ্গীর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও অভিযানের পর মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। পুলিশের এমন উদ্যোগে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট