1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

কুরবানির হাটের র‍্যাফেল ড্র: আনন্দঘন অনুষ্ঠানে মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া নাভানা সিটির বালুর মাঠে এক ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন অনুষ্ঠানে কুরবানির হাটের ক্রেতাদের মাঝে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, এবং সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, “সবাই র‍্যাফেল ড্রয়ের জন্য অপেক্ষা করছিল। আমার আফসোস হচ্ছে বাইকটা দেখে—কেন আমি হাট থেকে গরু কিনলাম না। ইচ্ছে থাকলেও আমি হাটে যাইনি, আমার ছোট ভাই গিয়ে গরু কিনে এনেছে। প্রায় দুই হাজার ক্রেতাদের একত্র করে এমন আনন্দ উৎসব এবং পুরস্কার প্রদান—আমি জীবনে কখনো দেখিনি, শুনিওনি।

এই ব্যতিক্রমধর্মী ভাবনা যারা দিয়েছে, হাট কমিটির সেই সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হাটের একমাস পর ক্রেতাদের সম্মান জানানো নিঃসন্দেহে স্মরণীয় একটি ঘটনা।

আমি আশা করি ভবিষ্যতে র‍্যাফেল ড্রতে চার চাকার গাড়িও অন্তর্ভুক্ত হবে। এই হাটের স্বচ্ছতা নিয়েও আমার কোনো প্রশ্ন নেই।”

তিনি আরও বলেন, “আমি আগে জানতে চেয়েছিলাম, হাটের শেয়ার হোল্ডারদের অর্থ পরিশোধ হয়েছে কি না। তারা জানিয়েছে, সবার টাকা দেওয়া হয়েছে এবং কিছু লাভও বিতরণ করা হয়েছে। র‍্যাফেল ড্র স্বচ্ছভাবে করতে আমি বলেছিলাম, ‘তোমরা করে ফেলো।’ কিন্তু সাগর বলল, ‘কাকা, আপনার সামনে করবো, যেন স্বচ্ছতা প্রমাণ হয়।’

আজকের এই অরাজনৈতিক ও আনন্দঘন আয়োজনে আমি সত্যিই মুগ্ধ। আমরা রাজনীতিতে কথা বলি, আজ রাজনীতির বাইরে এসে মানুষ হিসেবে এখানে উপস্থিত হয়েছি।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা ইমাম হোসেন বাদল, এবং হাট কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানজুড়ে ছিল এক মিলনমেলা ও উৎসবের আমেজ, যেখানে কুরবানির হাটের প্রায় দুই হাজার ক্রেতা একত্রিত হন। র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে বাইকসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট