1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যের ডাক মাওলানা ফেরদাউসুর রহমানের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

শনিবার (২১ জুন) ১২ নং ওয়ার্ড জমিয়তের আয়োজিত এক সভায়, সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত এই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে আছে সন্ত্রাস, চাঁদাবাজি আর দুর্নীতির কারণে। বিগত সরকারগুলো জনগণের কল্যাণের চেয়ে নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে।

ফেরদাউসুর রহমান বলেন, শত বছরের গৌরবময় ইতিহাসের ধারক জমিয়তে উলামায়ে ইসলাম সবসময়ই দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করে যাচ্ছে। তিনি ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা ফখরুল ইসলাম ও সমাজসেবক আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট