যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউনুস ওরফে ইয়ানুসকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুস ওরফে ইয়ানুস নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
র্যাব জানায়, ইউনুস এলাকায় একজন চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার ডাকাতদের নিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ওই দলের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় পরিকল্পিত ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইউনুস শুধু ডাকাতি নয়, বরং এলাকায় ভয়ভীতি সৃষ্টি, মাদক সেবন, মাদক বিক্রয়, হত্যাচেষ্টা এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার মতো গুরুতর অপরাধে জড়িত। তার ভয়ে এলাকাবাসী ভীত ও আতঙ্কিত। কেউ তার অপরাধের বিরোধিতা করলেই তাকে হুমকি, নির্যাতন বা গুম-খুনের ভয় দেখানো হতো।
র্যাব-১১ আরও জানায়, ইউনুসের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, মাদক এবং হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে র্যাব-১১ এর গোয়েন্দা দল নিবিড় নজরদারি চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিলেন।
আটককৃত ইউনুস ওরুফে ইয়ানুসকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত