1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

বন্দরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ছিনতাইকারী সন্দেহে’ এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি জানান, নিহত ত্রিশোর্ধ্ব ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

তবে, এই ঘটনায় স্থানীয় দুই ব্যক্তি- সোহান (৩০) ও সানিকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা দু’জন স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের বরাতে ওসি তরিকুল বলেন, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে একটি ঝোপের ভেতর থেকে সন্দেহের বশে স্থানীয় কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীকে আটক করেন। পরে তাকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেন তারা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় বন্দর থানা পুলিশ এবং ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রযুক্তির সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে জানিয়ে তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট