1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

সাবেক রাষ্ট্রপতি দোষী প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার ডাকাতি কবলিত এলাকা উল্লেখ করে পুলিশের পাশাপাশি জনগণকেও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) দুপুরে আড়াইহাজার থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মাদক ও ডাকাতির বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। আড়াইহাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা। সবাই মিলে চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে। পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ হতে হবে।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার পর তাকে গ্রেফতার না করার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তার (সাবেক রাষ্ট্রপতি) বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে তিনি শাস্তি পাবেন, আর নির্দোষ হলে ছাড়া পাবেন।”

এ সময় তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন নিয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় পুলিশের কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “তাকে বিদেশে যেতে দেওয়ার বিষয়ে তিনজন উপদেষ্টা তদন্ত করছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর যারা নির্দোষ, তারা ছাড়া পাবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেশের আর্থিক পরিস্থিতির উন্নয়ন ও পুলিশের সক্ষমতা বৃদ্ধির দিকটিও তুলে ধরেন তিনি। বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কী ছিল, তা আপনারা জানেন। এখন অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২০০টি গাড়ি কিনেছি। পরে প্রতিটি থানার জন্য গাড়ি কেনা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম আক্তার, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট