1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

চাষাড়ায় রঙবিহীন ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মোড়ে রঙবিহীন ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ জুন) এ মোবাইল কোর্ট পরিচালিত হয় পূর্বনির্ধারিত হলুদ রঙ ব্যবহার না করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে।

অভিযান চলাকালে মোট ৩৮টি ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩৬টি যানবাহনকে ২০০ টাকা করে এবং ২টি যানবাহনকে ১৫০ টাকা করে জরিমানা করা হয়। সর্বমোট আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ছিল ৭,৫০০ টাকা।

অভিযানে চালকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নির্ধারিত হলুদ রঙ ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্টে জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে শৃঙ্খলা রক্ষা, যানবাহন শনাক্তকরণ সহজতর করা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট