1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

যানজট নিরসনে সড়কে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের অন্যতম নাগরিক দুর্ভোগ যানজট নিরসনে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছেন সেনা সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দুই নম্বর রেলগেইট এলাকায় কাজ করেন তারা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরে টহল দেন সেনাবাহিনীর একটি দল। তারা শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করেন।
যানজট নিরসনে সেনাবাহিনীর এ কার্যক্রমের প্রশংসা করেছেন নগরবাসী। তবে, তারা বলছেন, নারায়ণগঞ্জ শহরজুড়ে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে কিছুটা শৃঙ্খলা ফেরে কিন্তু পরে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকলে সমাধান পাবেন বলে মনে করেন নগরবাসী।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি শহরের চাষাড়া, বঙ্গবন্ধু সড়ক, কালিরবাজার, ২ নম্বর রেলগেট, চাঁদমারি, বাবুরাইল, খানপুর, দেওভোগ ও কেন্দ্রীয় খেয়াঘাট সংলগ্ন এলাকায় যানজটের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। অফিস ও স্কুল-কলেজে যাতায়াত করা লোকজন প্রতিনিয়ত যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও কর্মজীবীরা।

নগরবাসীর অভিযোগ, অসংখ্য অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ব্যাটারিচালিত যানবাহনের আধিক্য এবং সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাবই যানজটের প্রধান কারণ। এছাড়া রাস্তার মাঝে হকারদের বসা, উল্টো পথে গাড়ি চলাচল এবং প্রয়োজনের চেয়ে কম সংখ্যক ট্রাফিক পুলিশ এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, নগরবাসীর অনেকেই সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “যানজটের দুর্ভোগ এখন অসহনীয়। সেনাবাহিনী মাঠে নামায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হওয়া উচিত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট