1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

হেফাজত কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত-মাও.ফেরদাউস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‎বাংলাদেশের মানুষ রক্তে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাকে ক্ষুন্ন করার জন্য কোন পায়তারা যদি কোন মহল থেকে করে তাহলে ‎সর্ব প্রথম এই মাতৃভূমি রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ভারত বা আমেরিকার এজেন্ডা কে বাস্তবায়ন করবেন তা আমাদের জানা নাই, জানতেও চাই না। ভারত ও আমেরিকাকে উপেক্ষা করে একমাত্র ইসলামি সংগঠনগুলো রাজপথে থেকে দেশের জন্য ভূমিকা পালন করছে। আগামী দিনে দেশ রক্ষার জন্য যদি কোন যুদ্ধের ঘোষণা আসে তাহলে রাজপথের সামনে থেকে যুদ্ধ করবে হেফাজতের কর্মীরা। আমরা দেশ রক্ষার আন্দোলনে কারো সাথে সঙ্গে আপোষ করতে চাই না, দেশের জন্য রক্ত দিতে চাই, দেশের জন্য জীবন দিতে চাই।
নারী বিষয়ক সংস্কার কমিশন, সংবিধানে বহুত্ববাদ শব্দ স্থাপনের প্রস্তবনা বাতিলের দাবি ও মানবিক করিডোর নামে দেশের ভৌগোলিক অখন্ডতা ক্ষুন্ন করার অপচেষ্টার প্রতিবাদে গতকাল দুপুরে শহরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের ডিসি-এসপির উদ্দেশৌ তিনি বলেন, আপনারা টেবিলে এসির তলে বসে বসে গ্রীন এন্ড ‎ক্লিন বাস্তবায়নের জন্য স্বপ্ন দেখছেন। কিছু গাছ রোপন করলেই নারায়ণগঞ্জ গ্রীন হয়ে যায় না।‎ নারায়ণগঞ্জে কোনো উন্নয়ন হচ্ছে না, সড়কে ময়লা পরিষ্কার হচ্ছে না, নারায়ণগঞ্জের মানুষের সেবার যে ভূমিকা পালন করছেন নারায়ণগঞ্জের জনতা মনে করে এটা ভাউতাবাজি। আপনারা আমার সাথে পরামর্শ করুন, মসজিদের ইমামদের সাথে পরামর্শ করুন, পরামর্শ করলে সঠিকভাবে নারায়ণগঞ্জ গ্রীন এন্ড ক্লিন হবে। ‎অন্যথায় আপনারা শুধু স্লোগান দিতে পারবেন, বাস্তবায়ন কখনো দেখ দেখাতে পারবেন না।
‎‎প্রশাসনে উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের মামলাগুলো প্রত্যাহার করুন। ‎এবং নারী সংস্কার কমিশন দ্রুত বাতিলের আহ্বান জানাচ্ছি। আর না হয় দাবি কিভাবে আদায় করতে হয় হেফাজতে ইসলাম জানা আছে।
‎এসময় নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মুফতি হারুনুর রশিদ, ‎নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ ‎মাওলানা মীর আহমাদুল্লাহ, ‎মাওলানা কামাল উদ্দিন দায়েমি, ‎মাওলানা তাজুল ইসলাম আব্বাস, ‎মাওলানা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট