যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব লক্ষণখোলা এলাকায় রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে বন্দর ও কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৪টি ইউনিট। টানা ৫ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে, জোন-২ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি জানান, কারখানায় আকস্মিকভাবে আগুন লাগলে স্থানীয় বাসিন্দা ও মিলের শ্রমিকরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় কাঁচপুর মডার্ণ স্টেশন থেকে আরও ১টি ইউনিট যোগ দেয়।
কারখানার তুলা, ঝুট, পিএফএস তুলা, রোটার মেশিন ও রিসাইকেলিং মেশিন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত