
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৪টায় বুরুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।
কলাগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাজী মুহাম্মাদ জাকির হোসাইন বিপ্লবের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মুহাম্মাদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পূর্ব শাখার সভাপতি হাজী মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মাদ মাসুদ রানা ও দ্বীন কায়েম সংগঠনের কলাগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ সাহাবুদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মো. মোবারক হোসেন, জয়েন্ট সেক্রেটারি হাজী আলেক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. শামীম, প্রচার ও দাওয়াত সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা ইমরান হোসেন, অর্থ সম্পাদক আব্দুল মতিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সালাহউদ্দিন, ছাত্র ও যুব সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল নূর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, কৃষি ও শ্রম সম্পাদক বাবুল মিয়া, মহিলা ও পরিবার সম্পাদক হাজী খলিলুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম হৃদয়, সংখ্যালঘু সম্পাদক মাওলানা মাফুজুর ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহীন আলম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক দ্বীন ইসলাম।
এছাড়া, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হাজী শাহাবুদ্দিন, হাজী জাকির হোসেন ও মো. বশির আহমেদ।