1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

রূপগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা: ২ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে ২০০৯ সালের ২০ আগস্ট নৃশংসভাবে খুন হন চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাল। দীর্ঘ ১৪ বছর পর অবশেষে সেই হত্যাকাণ্ডের আইনি নিষ্পত্তি হলো আজ। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক, বৃহস্পতিবার দুপুরে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অবস্থিত ইমন এন্টারপ্রাইজের মালিক নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত এই মামলার রায় প্রদান করেন।

পুলিশ জানায়, ২০০৯ সালের ২০ আগষ্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক, চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ নয় জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত। রায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট