1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

জেলা কৃষকদল থেকে শাহিন ও আলম মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের চার দিন পর সংগঠনের একাংশের নেতাকর্মীরা জেলা কৃষকদলের আহ্বায়ক শাহিন মিয়া ও সদস্য সচিব আলম মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার (৩ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, “ফ্যাসিবাদের দোসরদের দিয়ে নিয়োগ বাণিজ্য চলছে।” এরই প্রতিবাদে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে তারা এই বিক্ষোভ ও প্রতিবাদ করেন।

সমাবেশে রূপগঞ্জ থানার সাবেক সভাপতি ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, “ডাক্তার শাহিন মিয়া ও আলম মিয়াকে দিয়ে ৭৯ সদস্যবিশিষ্ট একটি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যারা দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে পদ বণ্টন করেছেন। ইতিমধ্যে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের ঘনিষ্ঠ দুই সদস্যকে বহিষ্কারও করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়নে যারা কৃষকদলের জন্য দীর্ঘদিন ধরে পুলিশি হয়রানি, হামলা, মামলা ও কারাভোগ সহ্য করেছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী দোসরদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই এ কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।”

সমাবেশে উপস্থিত ছিলেন– রূপগঞ্জ থানার সাবেক সভাপতি ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক ও সোনারগাঁ থানা আহ্বায়ক মো. সোহেল, সদস্য সচিব বাবুল আহমেদ, ফতুল্লা থানার আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি মো. মোমেন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার নেতা নজরুল ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ওহাব, ফতুল্লা থানা কৃষকদলের নেতা অ্যাডভোকেট শাহ আলম শামীম, শুক্কুর মাহমুদ ও মোগড়াপাড়া ইউনিয়নের সভাপতি সুমন আহম্মেদ।

উল্লেখ্য, এর আগে ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট