1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ না.গঞ্জ জেলা বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ মান্নানের বিতর্কিত মন্তব্য: প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছি প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমার কাছে সমান-নয়া ডিসি একট্টা মনোনয়ন বঞ্চিতরা: মান্নানের প্রার্থীতা বাতিলে তারেক রহমানের কাছে চিঠি বন্দরে আওয়ামীলীগের দুই ডেভিল গ্রেপ্তার ফতুল্লায় ফের বাসে আগুন! ত্যাগীদের বহিষ্কারদেশ তুলে নিল বিএনপি

ফতুল্লায় গার্মেন্টস কর্মীর শিশুপুত্র অপহরণ, গ্রেফতার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টস কর্মীর এক বছরের শিশুপুত্রকে অপহরণ করে পালিয়েছে এক তরুণী। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহরণকারী তরুণীসহ তার সহযোগী এক নারীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জমশেদপুর মান্দারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—কসবার জমশেদপুর মান্দারপুর গ্রামের নাছির মিয়ার মেয়ে লিজা (২২) এবং মধ্যপাড়া শ্যামবাড়ী এলাকার আব্দুল ছামাদ ভূঁইয়ার মেয়ে শিউলি আক্তার (৩৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ফাতেমা আক্তার নামের এক গার্মেন্টস কর্মী তার তিন বছরের কন্যা ও এক বছরের শিশু পুত্র সাফিন নিয়ে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান এলাকার আলম কন্ট্রাক্টরের বাড়িতে ভাড়া থাকতেন। ২৯ এপ্রিল তিনি লিজা নামের ওই তরুণীকে তার বাসায় সাবলেট ভাড়া দেন। পরদিন ৩০ এপ্রিল দুপুরে লিজা শিশু সাফিনকে নিয়ে তার গ্রামের বাড়িতে পালিয়ে যায়।

গার্মেন্টস থেকে ফিরে এসে সন্তান না পেয়ে ফাতেমা দ্রুত ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেয়।

ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপহরণের মোটিভ তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট