1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ জেলা এনসিপির শোডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতাকর্মীরা বড় শোডাউন করেছে। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ থেকে বাসযোগে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা দেন নেতাকর্মীরা। পরে মিছিল সহকারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

নারায়ণগঞ্জ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে সমাবেশে যোগ দেন দলের দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু সহ জেলার বিভিন্ন থানার নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট