যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনজন শ্রমিক। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—সাইফুল, কবির ও হান্নান। তাদেরকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রাতে নাইট শিফট শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস (রেগুলেটেড মিটারিং স্টেশন) রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এতে কারখানায় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন।
বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন রাস্তায় নেমে আসে।
তবে তাৎক্ষণিকভাবে কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও নিরাপত্তাকর্মীরা গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
বিস্ফোরণে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনজন দগ্ধ হওয়ার তথ্য পেয়েছি, তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত