1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‘বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ আখ্যা দিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিও জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে আইনজীবীরা সমাবেশ করেন।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “জুলাই বিপ্লবে যে ছাত্র হত্যা হয়েছে তার জন্য দায়ী খায়রুল হক। তিনি যদি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না করতেন তাহলে এত হত্যাকাণ্ড হতো না। নারায়ণগঞ্জে খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।” তিনি আরও বলেন, “বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে ফরমায়েশি রায় হয়েছে, তার দায়ও খায়রুল হককে নিতে হবে।”

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট মো. মানিক মিয়া ও জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু কালাম আজাদ জাকিরসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট