যুগের নারায়ণগঞ্জ:
"আয় আমাকে ধর, কল লিস্ট খুঁজে বের কর দেখ আমি কোথায়, পারলে আমাকে ধর" - এই পোস্ট করার কিছু সময় পরই ভারতীয় সীমান্তবর্তী কসবা থেকে ফতুল্লার বক্তাবলীতে প্রাইভেট কারে ডাকাতি করে ১২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী, পেশাদার ডাকাত রতন (৪২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে লুন্ঠিত সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার বিকেল ৫ টার দিকে ব্রাহ্মনবাড়ী জেলার কসবা থানার তেতৈয়া নামক ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ডাকাত রতনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, সকাল সাড়ে নয়টার দিকে চাঁদপুর জেলার পুরান বাজার এলাকা থেকে ডাকাত রতনের অন্যতম সহকারী হাসান (৩৪) কে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী শামীম জানান, চলতি মাসের ২৩ তারিখ রাত ১০ টার দিকে মামলার বাদী প্রাইভেট কারে করে স্বর্ণালংকার বিক্রির ১২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে ঢাকা থেকে বক্তাবলীস্থ নিজ বাসায় যাচ্ছিলেন। বক্তাবলি চর প্রসন্ননগরস্থ মদিনা বাজার নামক স্থানে পৌঁছানোর পর, পেশাদার ডাকাত রতন তার সহকারী কয়েকজনকে নিয়ে প্রাইভেট কারের গতিরোধ করে অস্ত্রের মুখে বাদীকে মারধরসহ গাড়ীর গ্লাস ভাংচুর করে সঙ্গে থাকা ১২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই তারা আত্মগোপনে চলে যায়।
পরে সোমবার সকালে প্রথমে চাঁদপুর থেকে হাসান এবং পরে ভারতীয় সীমান্তবর্তী কসবা থেকে মূল হোতা রতনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগের কয়েক মিনিটে রতন তার ফেইসবুকে একটি ভিডিও আপলোড করে, যেখানে তাকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার করতে শোনা যায়, "আয় আমাকে ধর, কল লিস্ট খুঁজে বের কর দেখ আমি কোথায়, পারলে আমাকে ধর।" পাহাড় থেকে পায়ে হেঁটে নামার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত