যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে কাজ করছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
রোববার (২৭ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে যানজট নিরসনে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন যুবদল নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবদল নেতা সোহাগ, শেখ জামাল, ওসমান গনি, মোহাম্মদ রুবেল, হাসান, রাকিব, সাইফুল ইসলাম ভুট্টু, শাহ আলমসহ আরও অনেকে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, "এসএসসি পরীক্ষার্থীরা নানাবিধ কারণে মানসিক চাপে থাকে। এর মাঝে যানজট তাদের চাপ আরও বাড়িয়ে দেয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে পরীক্ষার্থীরা যাতে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সে জন্য আমরা সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় কাজ করছি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।"