যুগের নারায়ণগঞ্জঃ ফতুল্লায় কাশীপুর খিল মার্কেটে অল্প বৃষ্টিতেই বন্যা ড্রেনে আবর্জনা জমে পানি পাস হওয়া বন্দ হয়ে গেছে।
এলাকবাসির ব্যাবহরিত ময়লা পানি এসে খিল মার্কেটের সবচেয়ে নিচু রাস্তা টি ডুবে সাধারন মানুষের দূর্বোগের সৃষ্টি হচ্ছে। এ রাস্তায় যাতায়াতকারি মুসল্লিরা বেসি দূর্বোগের স্বীকার হচ্ছে।
এলাকাবাসীর দাবি কাশীপুর ৫নং ওয়াডের মেম্বার হাবিবের অবহেলার কারনে সময় মত ড্রেন পরিস্কার না করায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী আরও জানান অতি দূত এ ড্রেন পরিস্কার করে পানি নিস্কসনের ব্যাবস্থা না করলে আমরা আন্দোলন করে মেন্বারের অপসারন দাবি করব।