1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নাঃ গঞ্জ মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১সদস্যের আহ্বায়ক কমিটি বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন কাশীপুর খিল মার্কেটে অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যা-দেখার কেউ নেই ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন একাংশের বয়কটের আহ্বান’ শুক্রবার হেফাজতের সমাবেশ! শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ গোদনাইলে অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

গোদনাইলে অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর আশপাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ জ্বালানি তেল বিক্রয় বন্ধে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের গোদনাইল ডিপোতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) ও সরকারের যুগ্ম সচিব মো. আবদুল কাদের। সভা পরিচালনা করেন বিপিসি’র ব্যবস্থাপক (বিপণন) মো. আল আমীন। স্বাগত বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান।

সভায় বক্তব্য রাখেন মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতান, বিপিসি’র মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ জাহিদ হোসাইন, র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শামস্‌, এসি ল্যান্ড (সিদ্ধিরগঞ্জ) দেবযানী কর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন।

অংশগ্রহণকারী অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মো. অকিল ভূঁইয়া, মো. ফজলুল হক, মো. আনোয়ার হোসেন মেহেদী, মো. সাইজুদ্দীন মাতবর, কামাল বিশ্বাস, মো. মিলন ভূঁইয়া, মো. ইসমাইল, শ্রমিক প্রতিনিধি হাজি মো. জাহিদ হোসেন ও এস এম আসলাম।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, পদ্মা ও মেঘনার ডিপো এলাকার আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে অপসারণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জেলা প্রশাসন মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির চালকদের নিয়োগপত্র প্রদান এবং প্রতিটি যানবাহনে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন ও তা সচল রাখার বিষয়ে মালিকপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ডিপো ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট