1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর সোনারগাঁয়ে এই প্রথম আওয়ামী লীগের ব্যানারে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।

ভিডিওতে বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।

তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম বলেন, “সকালে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি, তবে তা অস্পষ্ট হওয়ায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট