যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে (নাসিক) ৮নং ওয়ার্ডের ২ নং ঢাকেশ্বরী এলাকায় এ অগ্নিকাণ্ডের খবরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
স্থানীয়রা জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিনের মালিকানাধীন ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটরের দোকান ও ড্রাম ওয়েস্টিজের আরেকটি দোকানে লাগে।
এতে উভয় দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসর কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত