1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ

সন্ত্রাসের নগরী ছিল নারায়নগঞ্জ-দিপু ভূইয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ১৭ বছর পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। সন্ত্রাসী আর নিজেদের আখের গোছাতে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিল। স্বেরাচার সরকারের আমলে, গত ১৭ বছরে মাদক আর সন্ত্রাসের নগরীতে পরিনত হয়েছিল নারায়ণগঞ্জ। যদি কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাস মুক্ত করব। হাজারো নির্যাতন করার পরও বিএনপিকে দমাতে পারেনি।

শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উল্লেখিত বক্তব্যগুলো প্রদান করেন।

তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে তিনি বলেন, অন্তবর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংষ্কার করার পর নির্বাচন দিবে। আরে, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে স্বেরাচারী সরকারের পতনের মাধ্যমে ই ৮০ ভাগ সংষ্কার হয়ে গেছে। সংষ্কারের আর বাকি কি আছে। অন্তবর্তী সরকার গঠনের আগ মুহুর্তে নিদিষ্ট সময়ে নির্বাচন দেওয়ার কথা দিয়েছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি তাদের ক্ষমতার মোহ পেয়ে বসেছে। তাহলে আসুন, জনগনের ভোটাধিকার রক্ষার মাধ্যমে আসুন। তিনি আগামিতে আন্দোলন সংগ্রামের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়ে তার বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট