1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ

একটি পক্ষ দলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে-টিটু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, যারা বিগত দিনে স্বেরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী মাঠে ছিলেন তাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১-দফা বাস্তবায়নে আমরা রাজপথে থাকব।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির সুবিধাভোগী একটি পক্ষ দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি নেতা কর্মীদের আশ্বস্থ করে বলেন, বিগত দিনগুলোর মত আর তদবীরের মাধ্যমে নমিনেশন দেয়া হবে না। ত্যাগী আর পরীক্ষিত নেতাদের মধ্যেই কাউকে না কাউকে নমিনেশন দেয়া হবে। আর যাকেই নমিনেশন দেয়া হবে যে নেতা কর্মীদের মূল্যায়ন করেন। তাছাড়া, দলের পক্ষ থেকে যাকেই নমিনেশন দেয়া হবে ফতুল্লা থানা বিএনপিটর নেতৃবৃন্দ তার পক্ষেই কাজ করবে বলে তিনি তার বক্তব্যে বলেন।

আজকেটলর জন সমাবেশকে জন সমুদ্রে পরিনত করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ধন্যবাদ জানান।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট