1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন পুড়ে ১৪টি দোকান ছাঁই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুন, ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, রাত ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান। তারা কাঁচপুর ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা কেউ বলতে পারেনি।

এ সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কর্মী, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, আগুনের সূত্রপাত এবং মার্কেটের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট