যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশীপুরের নরসিংহপুর এলাকার জাকির হোসেনের মালিকানাধীন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন।
তিনি জানান, আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কারখানাটিতে প্রচুর প্লাস্টিক ও দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। নারায়ণগঞ্জের মন্ডলপাড়া, বিসিক ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত