1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামি ২৯-তারিখ ঘোষনা দিব নির্বাচন করব কি করব না- মোহাম্মদ আলী আযানের ধ্বনি ও উলুধ্বনিতে কেঁপে ওঠে চারিদিক, সকল ধর্মের মানুষের প্রার্থনা রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত, আহত ২ আড়াইহাজারে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ভোলাইল পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার পশ্চিম ভোলাইল পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। ৫ আগষ্টের পর স্বেরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানের ন্যায় ফতুল্লাতেও একটি অসাধুচক্র ভোলাইল পঞ্চায়েত কমিটির নামে অফিস খোলে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ করেন স্থানীয় ভোলাইলবাসী। এমনকি ভোলাইল পঞ্চায়েত কমিটি, যাদের মাধ্যমে গঠন করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক সেবনসহ পতিতাদের শেল্টার দেওয়া থেকে শুরু করে ব্ল্যাকমেইলিংয়ের মত গুরুতর অভিযোগ উঠে আসছে। এমনকি, তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে প্রতিবাদী যুবকদের বিরুদ্ধে পঞ্চায়েতের সাইনবোর্ডকে হাতিয়ার হিসেবেও ব্যবহার করছে বলেও এলাকাবাসী তাদের অভিযোগে জানান।

সূত্রমতে, ৫ ই আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুর্থানে স্বেরাচরী হাসিনা সরকারের পতনের পর পরই ভোলাইল গেউদ্দারবাজার এলাকায় ভোলাইল পঞ্চায়েত কমিটি নামে একটি সংগঠনের আর্বিভাব ঘটে। স্থানীয় বাজারের পাশে একটি দোকান ভাড়া নিয়ে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শাকিল ও বাছেদ এবং মোহাম্মদ আলী, গনি, আমির নামের কয়েকজন মিলে এলাকার বিতর্কিত ব্যাক্তিদের তালিকা প্রস্তুত করেন এবং তাদের সংগঠনে ডেকে এনে মাসোয়ারা দাবি করেন। ভোলাইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পতিতা বৃত্তিও তাদের শেল্টারেই পরিচালিত হয়ে আসছে। সে সাথে তাদের বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। উক্ত পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে কেউ অবস্থান নিলেই উক্ত সংগঠনের নিয়ন্ত্রকরা প্রতিবাদী ব্যাক্তিদের নানা ভাবে হয়রানী করে থাকেন এমনকি এলাকার বিতর্কিত ব্যাক্তিদের সাথে সখ্যতা রেখে স্থানীয় প্রতিবাদী যুবকদের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে থাকেন বলেও এলাকার একাধিক ব্যাক্তি তাদের অভিযোগে জানান। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, ভোলাইল গেউদ্দারবাজার এলাকায় বিতর্কিত ব্যাক্তিরা পঞ্চায়েত কমিটির নামে ধান্দাবাজির দোকান খোলে বসেছে। প্রতিদিন সন্ধ্যা হলেই পশ্চিম ভোলাইল গেউদ্দারবাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় জসীমের স্ত্রী (পতিতা সর্দারীনি)
ম্যাডামের বাড়ীতে বসে মাদক সেবনসহ নারী নিয়ে ফুর্তি করারও অভিযোগ তুলেন পঞ্চায়েত কমিটির নেতৃত্বে থাকা একাধিক ব্যাক্তির বিরুদ্ধে। কথিত পঞ্চায়েত কমিটির এসকল বিতর্কিত কর্মকান্ড অব্যাহত থাকায় এলাকাবাসী ঐ পঞ্চায়েত কমিটির উপর ক্ষিপ্ত হয়ে উঠছে বলেও এলাকাবাসী জানান। বিতর্কিত এ সংগঠন বন্ধসহ পঞ্চায়েতের বিতর্কিত ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অন্যথায় যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও এলাকাবসী আশংকা করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট