1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে ডাকাতির অভিযোগে গ্রামবাসীর হাতে চাচা-ভাতিজা আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে আটক করেছে এলাকাবাসী। গতকাল সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতদের ধরে ফেলে স্থানীয়রা। পরে আজ মঙ্গলবার সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত রবিবার গভীর রাতে নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে একদল ডাকাত হামলা চালায়। তারা মালামাল লুট করার পাশাপাশি মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর গতকাল সোমবার রাত দেড়টার দিকে ডাকাত দল আবারো এলাকায় প্রবেশ করেছে, এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সতর্ক হয়ে যায়। মুঠোফোন ও অনলাইনের মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়। পরে সজাগ গ্রামবাসী ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭) ও ইমন মিয়াকে (২৪) আটক করতে সক্ষম হয়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা এবং দুজনই পৌরসভার রাইজদিয়া গ্রামের বাসিন্দা।

গ্রামবাসীর কাছে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করে, তারাই গত রবিবার রাতে মামুনের বাড়িতে ডাকাতি করেছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, গ্রামবাসীর সহায়তায় আটক দুই ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া পুলিশের একটি বিশেষ দল ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ আরও জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট