যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় ৪ জনকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নারী সদস্য ও এক শিশুকে একই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে আসামিদের হাজির করা হলে আদালত ১০ দিনের রিমান্ডের শুনানি শেষে চারজনকে প্রতি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ ভোরে র্যাব-১১ সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধানসহ মোট ৬ জনকেগ্রেফতার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ (৪৮), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী, মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা আসমাউল হোসনা (২৩), মিয়ানমারের আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মো. হাসান (১৫), এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা একটি গোপন বৈঠকে মিলিত হচ্ছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত