1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

বিকেএমইএ সভাপতি হাতেমের গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভের সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকরা সকাল থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। এসময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা তার গাড়ি আটকে তাকে অবরুদ্ধ করে রাখেন।

শ্রমিকরা একদিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিক সাধন দাস বলেন, “আমাদের কয়েক মাসের বেতন বকেয়া আছে এবং কারখানাও বন্ধ। তাই আমরা এখানে বিক্ষোভ করছি। তিনি (মোহাম্মদ হাতেম) যেহেতু বিকেএমইএ’র সভাপতি, তাই তার গাড়ি আটকে রেখেছি। নাহলে আমাদের কথা গুরুত্ব দেওয়া হবে না।”

বিক্ষুব্ধ শ্রমিকদের উদ্দেশ্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আমি দাবি সম্পর্কে শুনেছি। যথাসম্ভব চেষ্টা করবো, ঈদের আগে টাকা পাওয়ার ব্যবস্থা করা হবে।”

পরবর্তীতে, প্রশাসনের সহায়তায় মোহাম্মদ হাতেম জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।

জেলা প্রশাসন ও বিকেএমইএ’র পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট