1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ব্যস্ততম সিরাজউদ্দোল্লা সড়কে সংস্কার কাজে ভোগান্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সিরাজউদ্দোল্লা সড়কে গভীর ড্রেনের কাজের জন্য সড়কে খোঁড়াখুড়ির কাজ চলছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়কটিতে। পথচারীদেরও যাতায়াতে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে সড়কটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সরেজমিনে সড়কটিতে সংস্কার কাজের জন্য ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, বিকল্প কোনো ব্যবস্থা না রেখে সড়কটির সংস্কার কাজ করাতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশের অন্য সড়ক ব্যবহার করে চলাচল করার সুযোগ থাকলেও সেজন্য অনেকটা পথ ঘুরে যেতে হয় বলে দাবি তাদের।

শহরের টানবাজারের বাসিন্দা আকবর হোসেন। জরুরি কাজে খানপুর এলাকায় গিয়েছিলেন। সিরাজউদ্দোল্লা সড়ক দিয়ে ফিরলে তার হাঁটা পথ কম পড়ে জানিয়ে বলেন, “এ রাস্তা দিয়ে আসাটাই সবচেয়ে সহজ। খননের কাজের জন্য যানবাহন না থাকলেও গর্তের দুই পাশ দিয়ে হাঁটার কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে একটু ঝুঁকি নিয়ে মাত্র পার হলাম। পা ফসকে গেলেই গর্তে পড়ে যাবো।”

একটি দেয়ালের কোনা দিয়ে খুবই সতর্কতার সাথে সড়কটি পার হচ্ছিলেন শিউলি আক্তার নামে এক নারী। তিনি বলেন, এই ধরনের কাজ রাতের সময়ে করা উচিত, যখন মানুষজনের চলাফেরা কম থাকে।

“শহরের অন্যতম ব্যস্ত একটি রাস্তা এটি। কিন্তু হাঁটার কোনো ব্যবস্থা না করেই সংস্কার কাজ করলে তো মানুষের ভোগান্তি ও ঝুঁকি দু’টোই বেড়ে যায়। সংস্কার কাজের প্রয়োজন আছে কিন্তু তাই বলে হাঁটার সুযোগ রাখবে না?”, প্রশ্ন রাখেন এ নারী।

এই সংস্কার কাজকে ‘উন্নয়নের নামে ভোগান্তি’ বলেও মন্তব্য করেন গফুর মিয়া নামে আরেক পথচারী।

কথা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গভীর ড্রেন নির্মাণের কাজ করছে। এজন্য সড়ক খুঁড়ে কাজ করতে হচ্ছে। মানুষের ভোগান্তি হলেও বাধ্য হয়ে তাদের কাজটি করতে হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট