যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরও এক নারী মারা গেছেন৷ এ নিয়ে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে৷
জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রোববার সকাল পৌনে ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপালী নামে দগ্ধ ওই নারী৷
২০ বছর বয়সী পোশাক শ্রমিক রূপালী সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷
আগুনে তার শরীরের ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক৷
গত সোমবার ভোররাতে লাইনের লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণের পর আগুনে দু’টি পরিবারের আটজন সদস্য দগ্ধ হন৷ পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দগ্ধ রিকশাচালক মো. হান্নান (৪০) ও রূপালীর দেড় বছরের একমাত্র কন্যা সুমাইয়া মারা যান৷ তাদের শরীরের যথাক্রমে ৪৫ ও ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল৷
এছাড়া, দগ্ধ রূপালীর স্বামী পোশাক শ্রমিক সোহাগ (২৩), হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নূরজাহান আক্তার লাকি (৩০), তাদের সন্তান জান্নাত (৩), সামিয়া (৯) ও সাব্বির (১৬) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত