1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ইসলামী আন্দোলনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, স্বৈরাচার পতনের পর এবারই প্রথম মাহে রমজানে অনিয়ম ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থার প্রত্যাশা করছি। পাশাপাশি, অশ্লীলতা-বেহায়াপনা, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি বন্ধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমআ ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, উত্তরের সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, রমজান এলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি দুঃখজনক। সিন্ডিকেট ও মজুদদারি রোধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও আইনশৃঙ্খলার উন্নতি, চুরি-ডাকাতি ও ছিনতাই বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন।

তিনি আরও বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা ও সকল প্রকার অশ্লীলতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট