1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

স্বেরাচারদের ডাকা হরতালকে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাখান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হলেও নারায়ণগঞ্জে এর কোনো প্রভাব দেখা যায়নি। দিনভর নগরীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল এবং সাধারণ মানুষের মাঝে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, খানপুর, পঞ্চবটি ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে দুপুরের দিকে চাষাঢ়া এলাকায় পুলিশের টহল লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রূপগঞ্জ উপজেলার ঠিকানা দিয়ে একটি রাতের মশাল মিছিলের ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ১০-১২ জন কর্মী হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছেন। তবে ভিডিওতে স্পষ্টভাবে জায়গা শনাক্ত করা যায়নি।

অন্য আরেকটি ভিডিওতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল হয়েছে। সেখানে প্রায় ১৫ জন কর্মীকে দেখা গেলেও কারও মুখ পরিষ্কারভাবে চেনা যায়নি।

হরতাল নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া
পথচারী আজিম বেপারী বলেন, আওয়ামী লীগ একটি হত্যাকারী দল। তারা এমন হত্যাকাণ্ড ঘটিয়ে কোনো অনুশোচনা দেখাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত, যারা আবার মাঠে নামতে চায়, তাদের আইনের আওতায় আনা।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সুস্মিতা সাহা বলেন, আমরা আওয়ামী লীগের কৃতকর্মের জন্য রক্তের বিনিময়ে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছি। যদি তারা আবার দুঃসাহস দেখায়, আমরা শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট