যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেঘনা নদী-বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হোসাইন (৫) স্থানীয় রাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফার ছেলে কামাল ইরি-বোরো ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য সেচ মেশিন চালু রেখে জমিতে যান। এই ফাঁকে সকলের অজান্তে শিশু হোসাইন সেচ মোটরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত চলন্ত মোটরে জড়িয়ে পড়ে।
এলাকাবাসী শিশুটিকে মোটর ও পাম্পের সাথে ঘুরতে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।
খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত