1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

’আওয়ামী লীগকে আগামী ১৫ বছর নির্বাচনে আসতে দেওয়া উচিত নয়’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম বলেছেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় রয়েছে। তারা দেশের ছাত্র ও তৌহিদী জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায়।”

তিনি আরও বলেন, “যে দল ভোটাধিকার হরণ করেছে, সেই দলকে আগামী ১৫ বছর নির্বাচনে আসতে দেওয়া উচিত নয়।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বারদী বাজার খেলার মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহা. দ্বীন ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা। তিনি বলেন, “দেশে আইনের শাসন নেই। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে হবে।”

বিশেষ বক্তা আলহাজ্ব মুহা. আমানউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা, বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে। একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অপসারণ করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইমদাদুল্লাহ হাসেমী, হাজী নুরুল আমিন খান, ফারুক আহমেদ মুন্সী, হাফেজ সাইফুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন, মুহা. খলিলুর রহমান ও শাহ মুহা. আব্দুল আজিজ।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বারদী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি আনোয়ার হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ নূরী, মাওলানা শাহে আলম সিদ্দিকী, মাওলানা আব্দুল কালাম আজাদ সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট