1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে এবং খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এসব ঘটনা ঘটে।
রাইনাদী কলাগাছিয়া গ্রামে মৃত হাতেম আলীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল প্রধান গেটের তালা কেটে এবং কাঠের দরজা ভেঙে প্রবেশ করে। গৃহকর্তা মো. মানিক ও তার স্ত্রীকে মারধর করে নগদ ১ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার লুট করে।

লালুরকান্দি এলাকায় জয়নাল আবেদীন ও মিছির আলীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। জয়নালের বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা, একটি বাটন ফোন, এবং মিছির আলীর বাড়ি থেকে ৭ হাজার টাকা, স্বর্ণালংকার, এবং আট ভরি রূপার অলংকার লুট করে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট