যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে এক বিল থেকে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর বিল থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী।
নিহত কৃষক হলেন, একই উপজেলার ফতেপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে মনির হোসেন। জানা যায়, গত শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসার পর থেকেই নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে যায়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত