1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ

চাষাড়া শহীদ মিনারে কিশোরকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। রোববার (১২ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো রাম দা উদ্ধার করলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারের ভেতরে কয়েকজন কিশোর ও তরুণ বয়সী ছেলে অপর এক কিশোর বয়সী ছেলেকে মারধর করে। পরে ধারালো রাম দা দিয়ে তাকে কোপায়। হামলা থেকে বাঁচতে পরে ওই কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। তার পেছনে হামলাকারীদেরও তাড়া করতে দেখা যায়।

তবে হামলার শিকার কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। হামলাকারীদেরও কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

শহীদ মিনারের এক চায়ের দোকানি বলেন, ‘দেখলাম ছোট ছোট ৫-৬ জন ছেলে জটলা করে দাঁড়িয়ে আছে। পরে একটি ছেলেরে একা পেয়ে মিনারের এক কোনায় নিয়ে যায়। পরে এক দফা ছেলেটিকে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো রাম দা দিয়েও কোপায় তাকে। পরে বাঁচার জন্য ছেলেটি শহীদ মিনারে ছোটাছুটি করতে থাকে।’

গত কয়েক মাসে শহীদ মিনারে মারামারি ও হাতাহাতির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে, এই ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারী অভিযোগে এক তরুণকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট