যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ জানুয়ারি) চিটাগাং রোডের গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন, এবং জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল বাকী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সমাজ ও রাষ্ট্রের সংস্কারে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, "আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে।"
সভাটি সিদ্ধিরগঞ্জ উত্তর থানার সম্মানিত আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত