1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান

‘অপপ্রচারের’ অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিবৃতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ছাত্র-জনতা ও সংগঠকদের পক্ষে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে৷ বিবৃতিদাতা হিসেবে সাত ছাত্রনেতা নিজেদের জেলার সাতটি থানার সংগঠক দাবি করে ওই বিবৃতিতে নারায়ণগঞ্জে বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনকে ‘কলুষিত’ করার চেষ্টা চলছে বলে অভিযোগ আনা হয়৷

বিবৃতিদাতা হিসেবে নাজমুল ইসলাম, জুনায়ের আহমেদ আকাশ, ফারদিন ইসলাম রোহান, ফারদিন শেখ, মো. পিয়াল ভূঁইয়া, অনিক খান সিয়াম, মেহরাব হোসেন প্রভাতের নাম উল্লেখ করা হয়েছে৷

তাদের দাবি, গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানের পর কিছু মহল নারায়ণগঞ্জ তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছে৷

বিবৃতিতে তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের উজ্জ্বল ইতিহাস এবং দেশের স্বার্থে কাজের জন্য পরিচিত। সংগঠনটি যেকোনো অনিয়মের বিরুদ্ধে আপোষহীন, এবং তাদের গত অনুষ্ঠানে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। বরং অন্য কিছু সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ওঠেছে।

বিবৃতিদাতাদের দাবি, ‘তাদের সংগঠন কখনোই অর্থের যোগান নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িত নয়। বরং তারা নিজেদের মাধ্যমে স্থানীয়ভাবে প্রতিবাদী কর্মসূচি আয়োজন করে এবং বড় ধরনের অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয়ভাবে স্পন্সর খোঁজে। গত ৩১ ডিসেম্বরের অনুষ্ঠানে, বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থা করতে কিছু অর্থ সংগ্রহ করা হয়েছিল, যা কিছু ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহৃত হয়নি বলে অভিযোগ করা হয়।

নারায়ণগঞ্জের এক সংগঠকের অভিযোগ প্রসঙ্গে বিবৃতিতে তারা দাবি করেন, তিনি কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতি সমালোচনা করে মিথ্যা তথ্য ফেসবুকে পোস্ট করেছেন। তাদের মতে, এই ধরনের অপপ্রচারমূলক আচরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা।

কোনো ধরনের ‘মিথ্যা অভিযোগ’ বা ‘কটাক্ষে’র জন্য প্রতিবাদ জানিয়ে আগামীতে এমন কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও বিবৃতিতে জানানো হয়৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট