যুগের নারায়ণগঞ্জ:
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন যে, নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত সেলিম ওসমান, শামীম ওসমান, নাসিম ওসমান এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখতে গিয়ে অনেক সাংবাদিক এবং নাগরিক মামলার শিকার হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বৈশাখী টিভির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "সেলিম ওসমান এখনো ঢাকায় বসে মানুষের সাথে ফোনে হুমকি দেন এবং বিভিন্ন সেক্টরে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না?"
তিনি আরও প্রশ্ন তোলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের বিরুদ্ধে কেন এখনো কেউ লেখেন না?"
টিপু বলেন, "গডফাদার, সেভেন মার্ডারের পৃষ্ঠপোষক এবং ত্বকী হত্যাকারীরা এখন পালিয়ে গেছে। আন্দোলনে তারা রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব থেকে অস্ত্র নিয়ে সাধারণ জনগণের উপর হামলা চালিয়েছিল।" তিনি দাবি করেন, "রাইফেল ক্লাব এবং নারায়ণগঞ্জ ক্লাবে হামলা হওয়ার কথা ছিল না, কিন্তু ক্ষোভের কারণে তা ঘটেছিল।"
নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর প্রসঙ্গও তুলে ধরেন টিপু। তিনি বলেন, "গডফাদারের শ্যালক ৭২ কোটি টাকা নারায়ণগঞ্জ ক্লাব থেকে চুরি করেছে এবং একদিনেই ২৭ কোটি টাকার চেক তুলে নিয়েছে।"
এড. ইউসুফ খান টিপু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "তিতাস, বিদ্যুৎ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে আরও লেখালেখি করুন। শুধু রাজনীতিবিদদের দুর্নীতির কথা বললেই চলবে না, বরং গ্যাস সেক্টরে অবৈধ লাইন দিয়ে সরকারি কর্মকর্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সে বিষয়টিও সামনে আনুন।"
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত