যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি থেকে ২০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ নিক্কন চাঁন ওরফে লিখন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লা মডেল থানার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন গ্রেফতারকৃতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাজাঁসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিক্কন চাঁন ওরফে লিখন ফতুল্লা মডেল থানার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন মৃত. দয়াল চাঁনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদ রনি সঙ্গীয় ফোর্স নিয়ে মডেল থানার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন লিখনের ঘরে অভিযান চালিয়ে প্ল্যাস্টিকের বস্তার ভিতরে থাকা ১০০ কেজি গাজাঁসহ তাকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি লিখনকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত