যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান সজল চন্দ্র দাস (৩৫) কে গ্রেফতার করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালদী বাজার ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সজল চন্দ্র দাস আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের ছেলে। তিনি ৭ থেকে ৮টি ডাকাতি মামলার আসামি। এর মধ্যে ২০১৩ সালে তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রুজু হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে। আড়াইহাজার থানার এসআই হাসান মাতাব্বর এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
থানা পুলিশ জানায়, সজল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত