যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফরেস্ট চেক পোস্টের নিয়মিত টহলের সময় গাড়িবোঝাই মেহগনি কাঠ আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
জানা যায়, অবৈধ কাঠবোঝাই গাড়িটি গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় ত্রিপল দিয়ে ঢাকা গাড়িটি সন্দেহ হলে সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশি করা হয়। তল্লাশি করে অবৈধ কাঠ পাওয়া যায়। কাঠের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি এবং কাঠ জব্দ করে সোনারগাঁ বনবিভাগ অফিসের হেফাজতে নেওয়া হয়।
সোনারগাঁ স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল মুমিন জানান, সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়িটি সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোনো প্রকার বন বিভাগের কাগজপত্র দেখাতে পারেনি। বিধায় গাড়িসহ কাঠ আটক করা হয়েছে। আটককৃত ট্রাকের (নাম্বার ঢাকা মেট্রো ট ১৮-৩৭১৭) বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত