1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

স্বৈরাচারের দোসরদের সমাজে ঠাঁই দেওয়া যাবে না: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “স্বৈরাচারের যারা দোসর ছিল, তাদেরকে কোনো অবস্থায় সমাজে ঠাঁই দেওয়া যাবে না। আমি দলের নেতৃবৃন্দকে বলব, যদি আত্মীয়-স্বজন বা ঘুষ-উৎকোচের বিনিময়ে তাদেরকে আপনাদের সঙ্গে নেন, তাহলে আপনাদেরকে রেহাই করা হবে না। তারা অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পেতে হবে। তারা ক্ষমাপ্রার্থনা না করে অপরাধ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত।”

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে কুতুবপুরের নয়ামাটিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিএনপির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, “স্বৈরাচারী হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, আওয়ামিলীগ ও তার নেতাকর্মীরা ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনার প্ররোচনায় যারা কাজ করবে, তাদের ভবিষ্যত কী হবে, সেটা ভাবতে হবে। মনে করি, এত বোকামি করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে শেখ পরিবারের রাজনীতি করার আর সুযোগ নেই। তারা দেশের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে। এই পরিবার একটি চোর পরিবার। নারায়ণগঞ্জসহ সারাদেশে যারা শেখ পরিবারের সঙ্গে জড়িত ছিল, তাদের কাউকে নেতা বলা যাবে না, তাদেরকে চোর বলতে হবে। চোরেরা নারায়ণগঞ্জে কখনো দাঁড়াতে পারবে না।”

সমাবেশে গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জের রাজনীতির উন্নতি এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জের সব রাজনৈতিক দলকে ভালো মানুষ দিয়ে গঠন করতে হবে এবং ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নতির পথে এগিয়ে যাবে। আমরা যখন গণতান্ত্রিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবো, তখন পুরো নারায়ণগঞ্জের উন্নয়ন হবে।”

তিনি আরও যোগ করেন, “মসজিদ কমিটি, স্কুল-কলেজের নেতৃত্ব সব জায়গায় যোগ্য ও ঈমানদার ব্যক্তিদের দিতে হবে। চোরের দলকে বিতাড়িত করতে হবে, যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে পরিবর্তন করতে হবে।”

কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভপতিত্বে ফতুল্লা থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছান আলীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সুলতান মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. খন্দকার আকতার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট