যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ২ যুবককে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন। এর আগে রবিবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও দেওয়ান পাড়া গ্রাম থেকে তাদের আটক করা
আটককৃতরা হলো একই এলাকার ফজলুল হকের ছেলে অহিদুল হক (৩৫) এবং হাবিবুর রহমান মোল্লা ছেলে মাখন মোল্লা (৩৬)।
ওসি এনায়েত হোসেন বলেন, সেনাবাহিনী এক অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করে। আটকের পর তাদেরকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও ভাংচুরের মামলা ছিলো। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত